প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয় হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে সুচেতন ভট্টাচার্য। বুদ্ধদেবের ছেলে জানান, এদিন সকালেও তিনি প্রাতঃরাশ করেছিলেন। তারপর আচমকাই অসুস্থ বোধ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও দেননি। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বাম জমানার শেষ নক্ষত্র ছিলেন। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দিই ছিলেন।
আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। শেষে ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন তিনি। যদিও বাড়িতে কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাঁকে। তবে এবার শেষরক্ষা হল না।