ভোট দিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অডিও বার্তা উৎসাহ জুগিয়েছিল বাম নেতা–কর্মীদের। কিন্তু এবার প্রথম ভোট দিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বাড়ি থেকে বেরতে পারছেন না তিনি। নির্বাচন কমিশন এক্ষেত্রে কেন উদ্যোগ নিল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের ভোটার তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার শরীর আর সঙ্গ দিল না। দীর্ঘদিন ধরেই কার্যত শয্যাশায়ী অবস্থায় গৃহবন্দি তিনি। সম্প্রতি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এবার তাই অসুস্থতার কারণেই বাড়ি থেকে বেরতে পারবেন না তিনি। তাছাড়া কোভিড পরিস্থিতির মধ্যে ভোট হচ্ছে রাজ্যে।
তাঁর বয়স ৮০ বছরের কম। এবারই বিধানসভা নির্বাচনে প্রথম ভোট দিলেন না তিনি। নন্দীগ্রামের ভোটের আগে প্রথমে বিবৃতি দিয়েছিলেন তিনি। সংযুক্ত মোর্চাকে জেতানোর বার্তা দেন তিনি। গত ১০ বছরে রাজ্য কোন ক্ষেত্রে কতটা পিছিয়ে গিয়েছে সে বার্তাই দিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই বার্তা নতুন করে উৎসাহ জুগিয়েছিল বাম কর্মী-সমর্থকদের।
অডিয়ো বার্তাটিয় তিনি বলেছিলেন, বাংলার প্রিয় নাগরিকবৃন্দ। বিধানসভার নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আমরা সকলেই বুঝতে পারছি এই রাজ্যের রাজনীতিতে এটা এক সন্ধিক্ষণ। বিগত বামফ্রন্ট আমলে আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই চিন্তাধারা নিয়েই আমরা এগিয়েছি। কৃষিতে যেমন সাফল্য এসেছিল, তেমনই শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল। বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূলের সরকার রাজ্যজুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সমস্ত বিচারে রাজ্যের অর্থনীতিতে নেমেছে বিপর্যয়, হতাশা। কৃষিতে সঙ্কট, কৃষকদের সঙ্কট, কৃষিজাত দ্রব্যের দাম আকাশছোঁয়া হয়েছে। এই রাজ্যের শিল্প শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে।
