দেশ ব্রেকিং নিউজ

হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার হঠাৎই অবনতি হয়েছে। তাই তাঁকে রাতারাতি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউয়ে বর্তমানে ভর্তি রয়েছেন বুদ্ধবাবু। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন লেভেল কমে যায়। অক্সিজেন লেভেল ৮০–৮১ তে নেমে যায়। কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।
সোমবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে যায় অ্যাম্বুল্যান্স। দুপুর ১২টায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করা হয়। সূত্রের খবর, আইসিইউ–তে রেখে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলবে। তার আগে করা হবে স্ক্যান।
বুদ্ধবাবু এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য একসঙ্গে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বুদ্ধবাবু বাড়িতে থেকে চিকিৎসা করালেও মীরাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। সোমবারই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মীরা। তবে মঙ্গলবার হঠাৎই অবস্থা সংকটজনক হয়ে যায়। ফলে আর ঝুঁকি নিতে চাননি চিকিৎসকেরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিওপিডি’‌র সমস্যা রয়েছে।