রাজ্য

ম্যাচ জেতাতে তৃণমূলে বিশ্বরূপ!‌

রাজ্যে দলবদলের পালা চলছে। আবার বহু বিশিষ্টজন রাজনীতির ময়দানে পা রাখছেন। তেমনই বুধবার তৃণমূলে যোগ দিলেন সিএবি’‌র প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর। এই যোগদান রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন তৃণমূল ভবনে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে বিশ্বরূপের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। এই ঘটনায় বেশ চর্চা শুরু হয়েছে।
এই যোগদানের পরই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বিশ্বরূপবাবু বলেন, ‘‌যেভাবে মোদী–অমিত শাহ–ইডি–রাজ্যপালকে সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একমাত্র তুলনা করা যায় গাভাস্কারের সঙ্গে। এই স্পিরিট দেখেই তৃণমূলে যোগ দিলাম।’‌ আজ থেকে শেষ পর্যন্ত থেকে ম্যাচ জেতাব বলে জানান তিনি।
একুশের বিধানসভা নির্বাচনে যখন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে তখন বিশ্বরূপ দে’‌র তৃণমূলে যোগদান নিঃসন্দেহে বড় খবর। এদিন তাঁর সঙ্গে ১২৫ জন সাধারণ মানুষ তৃণমূলে যোগ দিলেন বলেও জানিয়েছেন সিএবির প্রাক্তন সচিব।