বিহারের রাজনীতিতে নক্ষত্রপতন! প্রয়াত বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শেষ পর্যন্ত মারণ রোগের কাছে হার মানলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতের রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ও।
ইতিমধ্যেই সুশীল মোদির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন একাধিক বিজেপি নেতা। বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন আরজেডি-এর নেতা তেজস্বী যাদব। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। সুশীল মোদি কয়েক দশক রাজনীতির ময়দানে কাটিয়েছেন।
একাধিকবার সাংসদ হওয়ার পাশাপাশি ১১ বছর বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। সুশীল মোদি বিধায়ক, এমএলসি, লোকসভার সদস্য এবং রাজ্যসভার সাংসদসহ বিভিন্ন পদে ছিলেন।