বসিরহাটের টাকি, বাদুড়িয়া, বসিরহাট তিনটি পুরসভার ৫৬ টির মধ্যে বিরোধীরা ৬ টি সিট পেয়েছে। বাকি ৫০ টি সিট দখল করেছে তৃণমূল কংগ্রেস। আজ ৫৬ জন জয়ী প্রার্থী বাদুড়িয়া, বসিরহাট, টাকি, পুর কমিউনিটি হলে বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখার্জি, আধিকারিক কল্যান বসু, তিনটি পুরসভার অফিসার ইনচার্জ, বসিরহাট পুরসভা নবনিযুক্ত পুরপ্রধান অদিতি মিত্র উপ পুরপ্রধান সুবীর সরকার, টাকি পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখার্জী, উপপুরপ্রধান চিন্ময় মন্ডল, বাদুড়িয়া পুর প্রধান দীপঙ্কর ভট্টাচার্য, উপপুরপ্রধান গৌতম সিংহ সহ ৫৬ জন জয়ী প্রার্থী এদিন শপথ নেন।
আগামী দিন উন্নয়নের জন্য তারা সব রকম প্রতিশ্রুতি দেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জি, বসিরহাট উত্তরের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মদক্ষ বুরহালুদ্দিন মুকাদ্দিন, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ এটিএম ফারহাদ, প্রশাসনিক আধিকারিকরা সহ বিশিষ্টজনেরা।
শপথ গ্রহণের পর মন্ত্রী সুজিত বসু বলেন, “রাজ্যের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে। দলের সিদ্ধান্ত সবার মধ্যে সেটাই চূড়ান্ত। আমরা দলের বাইরে কেউ নেই দলের নির্দেশ মেনে সবাইকে চলতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটালে দল তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে। আমরা মানুষের পাশে আছি, এখানে দীর্ঘদিনের যে নিকাশি ব্যবস্থার সমস্যা আছে, এবার নতুন বোর্ড গঠন হল আগামী দিনে সেই কাজ করে দেখাবে। নতুন-পুরনোর সংমিশ্রণ এবার পুরসভা গঠন হয়েছে।”