কলকাতা বিমানবন্দরে বুধবার রাতে সিকিউরিটি চেকিংয়ের কাছেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । বৃহস্পতিবার ওই স্থান ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি মেরামতির কাজও শুরু হয়েছে। সূত্রের খবর, আগুন লাগার তদন্তে আসতে চলছে ফরেন্সিক দল। একই সঙ্গে এলাকা পরিদর্শনে আসতে পারেন উচ্চ-পদস্থ ইঞ্জিনিয়ররা।
এদিন সকাল থেকেই সিকিউরিটি চেকিংয়ের কাউন্টার বন্ধ রাখা হয়েছে। ব্যবহার করা হচ্ছে অন্য কাউন্টার। পাশাপাশি যাত্রী সুরক্ষা ও তাঁদের যাতে সমস্যার মধ্যে পড়তে না হয় সেই ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার রাত ন’টা নাগাদ দমদম বিমানবন্দরের ডিপার্চার টিকিট কাউন্টার সংলগ্ন ডি পোর্টালের কাছে বিধ্বংসী আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দর চত্বর পুরোপুরি বদ্ধ জায়গা হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করে দেন বিমানবন্দরের কর্মীরা। কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। তবে দীর্ঘ চেষ্টার পর ৮টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তার পর শুরু হয় সিকিউরিটি চেকিং।
কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিক স্তরেই কেন সেই আগুন নেভানো গেল না তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কোনও যাত্রীর কোনো ক্ষতি হয়নি বলেই দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের।