বিদেশি মদ পাচার করতে গিয়ে ধৃত ৫ যুবক। বাংলা বিহার সীমান্তে নাকা চেকিং পোস্ট থেকে গ্রেপ্তার হয় পাঁচ জন। বাংলা থেকে বিলিতি মদ নিয়ে যাচ্ছিল বিহারে। কিন্তু বিহারে মদ নিষিদ্ধ। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশচন্দ্রপুরে।
হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্তবর্তী সালালপুর নাকা চেকিং পোস্ট থেকে গ্রেপ্তার হয়েছে, সনু কুমার (২২), ছোট্ট কুমার (২২), শানু কুমার(২৩), সন্তোষ রায়(৪০) নমন কুমার(২২)। ধৃতদের কাছ থেকে আনুমানিক ৪০ হাজার টাকার বিদেশি মদ উদ্ধার হয়েছে। ধৃত পাঁচ যুবককে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
উল্লেখ্য, বিহার রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ায় মাঝে মাঝেই বিহার সীমান্তবর্তী বাংলার হরিশ্চন্দ্রপুর থেকে অবৈধ ভাবে মদ পাচার করার চেষ্টা করা হয়। শুধু তাই নয় এই সীমান্ত দিয়ে চলে নানা রকম অপরাধমূলক কাজকর্ম। তাই বর্তমানে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ বিশেষ ভাবে নজরদারি চালাচ্ছে এই সীমান্ত এলাকায়।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান নাকা চেক পোস্টে বিদেশি মদ সহ পাঁচজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হবে।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাজকর্ম রুখতে সদা তৎপর পুলিশ এবং সীমান্তরক্ষীরা। প্রতিদিন নিয়ম করে চেক করা হয় বিভিন্ন গাড়ি আর তার জেরেই ধরা পড়ে ওই পাঁচ যুবক। অবৈধ কাজকর্মের রুখতে পুলিশকে আরো বেশি উদ্যোগী হতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।