আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

বছরের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

ফের হাওয়া বদলের পূর্বাভাস। নতুন বছরের শুরুতেই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আরব সাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। যা আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। এর অভিমুখ হবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক।

বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফের একবার তাপমাত্রার পারদ নিম্নমুখী শহর কলকাতায়। তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। গত কয়েকদিন ধরেই বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটেছে। শীত তেমন না থাকলেও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে একাধিক জেলা। উত্তুরে হাওয়ার প্রবেশে রাজ্যের আবহাওয়ার আমুল পরিবর্তন ঘটবে।