বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে পুরীর কাছাকাছি অবস্থান করছে। তার জেরে উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে মূলত মেঘলা। শুক্রবার কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিকেলের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে।
পূর্বাভাস বলছে, এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। বিকেলের পর এটি উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়।
সূত্রের খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা বেশি থাকবে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা ও হুগলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে বৃষ্টির পরিমাণ।