বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। যার কারণে তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ৯ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
জানা গিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। এদিকে, মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেইসঙ্গে মধ্য বঙ্গোপসাগরের উপরে আগে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। ফলে সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও।
আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ— এই দু’য়ের জেরে বুধবার বৃষ্টি হবে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।বৃহস্পতিবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অপরদিকে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।