দেশ ব্রেকিং নিউজ

আপাতত হাজতেই কে কবিতা, জামিনের আবেদন খারিজ আদালতে

ছেলের পরীক্ষার জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন কে কবিতা। কিন্ত, সেই আবেদন ধোপে টিকল না। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কে কবিতার অন্তর্বর্তী জামিন-আর্জি খারিজ করে দিল। আপাতত হাজতেই থাকতে হবে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতাকে।

সোমবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন কে কবিতা, জামিনের আবেদন খারিজ হওয়ায় হাজতেই থাকতে হবে কে কবিতাকে।

প্রসঙ্গত, গতমাসে দিল্লি আফগারি নীতি মামলায় ইডি কেসিআর কন্য তথা BRS নেত্রী কবিতাকে মামলায় গ্রেফতার করে। এরপর থেকে তিনি তিহার জেলে বন্দী।