রাজ্য লিড নিউজ

প্রয়াত কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক

চলে গেলেন কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক। শনিবার ভোর রাতে সাড়ে ৩টে নাগাদ প্রাক্তন এই ফুটবলার ও কোচ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সাড়ে তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। ডায়ালাইসিস চলছিল প্রায় সাড়ে তিন মাস ধরে। এরপর বুকে সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন একবালপুরের একটি নার্সিংহোমে। আর সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মাত্র ১৯ বছর বয়সে কলকাতার ময়দানে পা রাখে এক অদম্য যুবক। যার পায়ের ছোঁয়ায় ফুটবল কথা বলত। শিল্প হয়ে উঠত। নাম সুভাষ ভৌমিক। প্রথমে যোগ দেন ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলের হয়ে এক মরসুম খেলার পর যোগ দেন মোহনবাগানে। তিন বছর পর ফের প্রত্যাবর্তন করেন ইস্টবেঙ্গলে। আরও তিন বছর সেখানে খেলার পরে তাঁকে ফের সই করায় ইস্টবেঙ্গল। এক বছর সেখানে খেলে ১৯৭৯ সালে অবসর নেন সুভাষ। ইস্টবেঙ্গলে তিনি খেলেছেন পাঁচ বছর (১৯৬৯, ১৯৭৩-৭৫, ১৯৭৯)। মোহনবাগানে খেলেছেন ছ’ বছর (১৯৭০-৭২, ১৯৭৬-৭৮)।

১৯৯৯ থেকে ২০০০, তারপর ২০০২ থেকে ২০০৫ এবং ২০০৮ থেকে ২০০৯ কোচ হিসেবে তিন দফায় ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলেছেন। মোহনবাগানের কোচ ছিলেন ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত। এ ছাড়াও ২০০৬ সালে মহমেডানে, ২০০৭-০৮ সালে সালগাঁওকারে এবং ২০১২-১৩ সালে চার্চিল ব্রাদার্সে কোচিং করিয়েছেন।

সুভাষ ভৌমিকের প্রয়াণে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া‌।