ঘটনার সূত্রপাত গত অক্টোবর মাসে। নেশন্স লিগের ম্যাচ না খেলে সুইডেনের একটি নামী হোটেলে ওঠেন তারকা ফুটবলার এমবাপ্পে। ওই সময় তাঁর বিরুদ্ধে একই হোটেলে থাকা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে তদন্ত বন্ধ ঘোষণা করল সুইডিশ পুলিশ। পাশাপাশি এমবাপ্পেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টিকে ‘ভুয়ো’ বলে উল্লেখ করে বলেন, এ নিয়ে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি তাঁর সঙ্গে।
ঘটনার তদন্তে নেমে সুইডিশ পুলিশের তরফে জানানো হয়েছে, প্রমাণের অভাবে তদন্ত বন্ধ করা হয়েছে। ফলে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন।
সম্প্রতি ফর্মে ফেরার পথে রয়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ দুই ম্যাচে গোল করেছেন এই ফরাসি তারকা।