আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

অষ্টমবার ব্যালন ডি’অর জিতলেন ফুটবলার লিওনেল মেসি!

ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। ফুটবল বিশ্বের ব্যক্তিগত সেরার পুরস্কারের মধ্যে অন্যতম ব্যালন ডি’ অর। প্রতিবছর ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৬ থেকে শুরু হয় এর যাত্রা। এই পুরস্কার দেওয়ার রীতি চলছে ৬৭ বছর ধরে। রেকর্ড অষ্টম বারের জন্য এই খেতাব জিতলেন আর্জেন্টিনার মহাতারকা।

এবার পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবা। তাঁর সঙ্গে ছিলেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট। ফুটবলের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদের হাট বসে প্যারিসের থিয়েটার দু শাতলে। ফুটবল নক্ষত্রদের ভিড়ে আলাদাভাবে নজর কেড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের উপস্থিতি।

মেসির অষ্টম বারের ব্যালন ডি’অর জেতার ঘোষণা করেন ইংলিশ কিংবদন্তি ও মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির কর্ণধার ডেভিড বেকহাম।সোমবার সাদা শার্টের ওপর কালো কোট এবং কালো বো টাই পরে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তিন পুত্র।