জেলা

ভেজাল ধরতে খাবারের দোকানে হানা পুরুলিয়ায়

খাবারে ভেজাল ধরতে এবার পথে নামলো ব্লক ফুড সেফটি আধিকারিকরা। বুধবার বিকেলে পুরুলিয়া জেলার বলরামপুর জুড়ে বেশ কয়েকটি মুদি দোকান ও খাবারের দোকানের বিভিন্ন খাদ্যদ্রব্যের নমুনা পরিক্ষা করে দেখেন খাদ্য নিরাপদ আধিকারিকরা। এদিন বলরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দোকানে দোকানে হানা দেন তাঁরা। খোঁজ নেন ভোজ্য তেল সহ নানান খাবারের। বরাভুম স্টেশনের কয়েকটি খাবারের দোকানের খাবারও পরীক্ষা করেন  তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ব্লক ফুড সেফটি আধিকারিক রবীন্দ্রনাথ কুমার, আই এম ডব্লিউ আধিকারিক আশীষ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলরামপুরবাসী।

বিশেষ সংবাদদাতা: সোমনাথ রায়, পুরুলিয়া