ফেসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে চালু হয়েছে খাবার অর্ডার সেবা। করোনায় সৃষ্ট পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় নতুন এই ফিচার চালু করেছিল ইনস্টাগ্রাম। বিশ্বের অন্যান্য অঞ্চলে সেবাটি চালু করার অংশ হিসেবে ইনস্টাগ্রাম যুক্তরাজ্যে উন্মুক্ত করলো এ ফিচার।
ইনস্টাগ্রাম বলেছে, স্থানীয়রা যে ব্যবসাগুলোর প্রতি সংবেদনশীল সেগুলোর সমর্থনে আমরা ফিচার নিয়ে কাজ চালিয়ে যাবো। এরইমধ্যে ব্যবসা বা রেস্টুরেন্টের প্রোফাইলে নতুন একটি অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। চাইলে ইনস্টাগ্রাম স্টোরিজে ফুড অর্ডার স্টিকারও যোগ করা যাবে।
গ্রাহক বাটনটি চেপে রেস্টুরেন্টের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন। সব দেশে কবে নাগাদ সেবাটি চালু হবে তা এখনও জানা যায়নি।