দেশ ব্রেকিং নিউজ

খাদ্য সামগ্রীর দাম কমবে?‌

করোনাভাইরাসে মাঝেই মহার্ঘ্য জ্বালানি। আবার রাজ্যে রাজ্যে লকডাউন। থমকে রয়েছে অর্থনৈতিক কাজকর্ম। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধিতে নাজেহাল আমজনতা। রেকর্ড ছুঁয়েছে দেশে পাইকারী মুদ্রাস্ফীতি। তার প্রভাবে বাড়ছে খাদ্যসামগ্রীর দামও। ইতিমধ্যেই ভোজ্য তেলের দাম বেড়েছে অনেকটাই। তবে আশ্বাসবাণী শোনাল কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যম।

এই মূল্যবৃদ্ধি নিয়ে সুব্রহ্মণ্যম জানান, আনলক পর্বের সঙ্গে শীঘ্রই চালু হবে সমস্ত অর্থনৈতিক কাজকর্ম। এই বছর বর্ষাও সঠিক সময়ে আসায় চাষবাসের উন্নতি হবে। আর তাই দ্রুত কমতে শুরু করবে খাদ্যসামগ্রীর দাম। আয়ত্তে চলে আসবে পাইকারী মুদ্রাস্ফীতি। এই বিষয়ে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‌দেশের সর্বত্র পাইকারী মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে না প্রধানমন্ত্রীর বিনামূল্যে রেশন প্রকল্পের জন্য।’‌
উল্লেখ্য, লকডাউনের জেরে মে মাসে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির হার ১২.৯৪ শতাংশে পৌঁছয়। যা রিজার্ভ ব্যাঙ্কের রেকর্ডকেও ছাপিয়ে যায়। এপ্রিল মাসে দেশের পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ১০.৪৯ শতাংশ। তার আগে মার্চ মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৩৯ শতাংশ। মূলত পেট্রোলিয়ামের মূল্যবৃদ্ধিই অন্যতম কারণ বলে মনে করা হয়। গত কয়েক মাসে পেট্রোল–ডিজেলের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে।