ব্রেকিং নিউজ লাইফস্টাইল

চুল মজবুত রাখতে মেনে চলুন এই টিপস

সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। মেয়েরা কমবেশি সবাই লম্বা চুলই পছন্দ করে। আর বিশেষ করে শীতকালে চুল ভাল রাখতে সপ্তাহে একদিন হলেও হেনা করা উচিত। হেনা করলে চুলের খুশকি হওয়ার আশঙ্কাও থাকবে না।

চুল পড়ার সমস্যায় নাজেহাল অনেকেই। চুলের প্রয়োজনীয় পুষ্টি হ্রাস পেলেই এমন সমস্যায় ভুগতে হয়। এক্ষেত্রে শ্যাম্পু, সিরামের বদলে হেনা কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত এক দিন হেনা করলে চুলের পুষ্টি ফিরে আসবে। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। এমনকী চুল পড়ার পরিমাণও ধীরে ধীরে কমবে।

হেয়ার ফলের অন্যতম একটি প্রধান কারণ হল খুশকি। চুল পড়ার সমস্যা দূর করতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। এর জন্য অনেকেই ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ ব্যবহার করে থাকেন। কিন্তু তার পরেও খুশকি দূর হতে চায়না। এক্ষেত্রে অন্যতম একটি সমাধান হতে পারে হেনা। মাসে দু’বার হেনা করলেই ম্যাজিকের মত দূর হবে খুশকি।

ধুলোর কারণে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। শ্যাম্পু, কন্ডিশনার, বাজারচলতি বিভিন্ন প্রসাধনীর ব্যবহার করে প্রাথমিক ভাবে এই সমস্যার সমাধান হয়। কিন্তু তাতে দীর্ঘস্থায়ী হয় না। তাছাড়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত এই সব প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ হয়ে পড়ে। চুল সুন্দর ও কোমল রাখতে সপ্তাহে একদিন হেনা করা উচিত।