অলিম্পিকে সোনার পদক গলায় ঝোলানো একজন অ্যাথলিটের জন্য কতটা গৌরবের সেটা বলে বোঝানো অসম্ভব। আবার ওই অ্যাথলিট যদি হয় এমন কোনও দেশের যে দেশের জনসংখ্যা মাত্র ৭০ হাজার। এবারের টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল বারমুডা। অলিম্পিকের ইতিহাসে জনসংখ্যার নিরিখে ক্ষুদ্রতম দেশ বা স্বায়ত্বশাসিত অঞ্চল হিসেবে বারমুডা পেল প্রথম সোনা।
উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত বারমুডার জনসংখ্যা মাত্র ৭০ হাজারের আশেপাশে। তারা অলিম্পিকের ইতিহাসে নিজেদের প্রথম সোনার পদকের দেখা পেয়েছে মহিলা অ্যাথলিট ফ্লোরা ডাফির হাত ধরে। ট্রায়াথলন বিভাগে মাত্র ১ ঘন্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড সময়ে প্রথম স্থান দখল করেছেন ডাফি। দ্বিতীয় স্থানে গ্রেট ব্রিটেন ও তৃতীয় স্থানে আমেরিকার মহিলা অ্যাথলিট শেষ করেন। ট্রায়াথলন বিভাগে সাঁতার, সাইক্লিং ও দৌঁড় থাকে, সবকটি যিনি সবচেয়ে কম সময়ে পূর্ণ করবেন তাঁর গলায় ওঠে সোনার পদক। আর এরকমই এক কঠিন বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন বারমুডার ফ্লোরা ডাফি।
বিশ্বের ক্ষুদ্রতম অঞ্চল ও জনসংখ্যার দেশ হিসেবে বারমুডা সোনা জিতেছে টোকিও অলিম্পিকে। অপরদিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ হিসেবে ভারত টোকিও অলিম্পিকে মাত্র একটি রুপোর পদক পেয়েছে এখনও পর্যন্ত।
You must be logged in to post a comment.