ক্রমশ জটিল হচ্ছে রাজ্যের বন্যা পরিস্থিতি। দক্ষিণবঙ্গের ছয় জেলায় জলস্তর বেড়ে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ডিভিসি জল ছাড়ার ফলে সমস্ত এলাকা জলমগ্ন। প্রায় ২.৫ লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা হুগলির খানাকুলে। খানাকুল-সহ জেলার একাধিক অঞ্চল জলের তলায়। উদ্ধারকাজে নেমেছে সেনা এবং বায়ুসেনার জওয়ানরা। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারের কাজে হাত লাগিয়েছে।
বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে হু হু করে জলস্তর বাড়ছে। ওই এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খোলা হয়েছে ত্রাণ শিবির। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাতজনের। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের নির্দেশ দিয়েছেন, নিজের নিজের এলাকায় থেকে উদ্ধার ও ত্রাণ বিলির কাজ তদারকি করতে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ত্রিপল, হাজার মেট্রিক টন চাল, কয়েক হাজার জলের পাউচ এবং পরিস্কার জামাকাপড় আশ্রয় শিবিরগুলোত সরবরাহ করা হয়েছে।
You must be logged in to post a comment.