আন্তর্জাতিক

করাচিতে ভেঙে পড়ল পাক বিমান

করাচি বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগে ভেঙে পড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান (পিআইএ)। বিমানটি শুক্রবার করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ভেঙে পড়েছে। বিমানে ক্রিউ ও যাত্রী–সহ মোট ১০৭ জন ছিলেন বলে সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে। বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিল বলে খবর।
যদিও পাক সংবাদমাধ্যমের খবর, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। বাকিরা পাইলট ও ক্রু। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট নয়। আবার পিআইএ’‌র মুখপাত্র আবদুস সাত্তার সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। সেটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। দেশের ব্যস্ততম বিমানবন্দরের কাছে মডেল কলোনির কাছে ভেঙে পড়ে বিমানটি। এই মডেল কলোনি জনবহুল এলাকা বলে জানা গিয়েছে। তবে মোট হতাহতের বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।
তবে বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সকালে ১০৭ জন যাত্রী এবং ক্রিউ নিয়ে লাহোর থেকে করাচি যাচ্ছিল এ–৩২০ এয়ারবাসটি। অবতরণের ঠিক আগে দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজের সাহায্যে পাকিস্তানের সেনার কুইক রিয়াকশন ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্সের সিন্ধ বিভাগের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছেন। টুইট করে এই কথা জানিয়েছেন পাক সেনার মুখপাত্র। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।