দেশ লিড নিউজ

আফগানিস্তান থেকে দেশে ফিরল শতাধিক ভারতীয়

রাতেই কাবুল থেকে ভারতীয় বায়ুসেনার সি–১৭ গ্লোবমাস্টারে করে উদ্ধার করে আনা হয় ৪৫ জন ভারতীয়কে। সরকারি সূত্রে খবর, আগামী এক দুদিনের মধ্যেই ফের একবার বায়ুসেনার বিমান পাঠিয়ে প্রায় ১২০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হবে। সেই মতো ১২০ ভারতীয় আধিকারিকদের নিয়ে ভারতে ফিরল বায়ুসেনার সি–১৭ বিমান। মঙ্গলবার সকালে গুজরাটের জামনগরে অবতরণ করল বিমানটি। আইটিবিপি জওয়ানদের তত্ত্বাবধানে ভারতীয় আধিকারিকদের ফেরানো হল এদেশে।

তালিবানের হাতে কাবুলের দখল চলে যাওয়ার পরই আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয় কেন্দ্র। অসমারিক বিমান চলাচল বাতিল হয়ে যাওয়ায় দুপুরেই বায়ুসেনার সি–১৭ গ্লোবমাস্টার বিমান পাঠানো হয়। প্রথমে ভাবা হয়েছিল, কমপক্ষে ৩০০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হবে, যদিও পরে জানা যায় মাত্র ৪৫ জন ভারতীয়কেই ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এয়ারলিফ্ট করেও আনা হতে পারে আটকে পড়া ভারতীয়দের।
বিদেশ মন্ত্রকের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ভারত যুদ্ধ–বিধ্বস্ত দেশ ত্যাগ করতে ইচ্ছুক। শিখ এবং হিন্দুদের প্রত্যাবাসনের সুবিধা দেবে। সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং আফগানিস্তানে আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য সব পদক্ষেপ নেবে। বেশ কয়েকজন আফগানও আছেন যারা আমাদের পারস্পরিক উন্নয়নমূলক, শিক্ষামূলক কাজে জনগণের কাছে পৌঁছনর প্রচেষ্টায় আমাদের সঙ্গে। আমরা তাদের পাশে থাকব।

উল্লেখ্য, রবিবারও কাবুলে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। কিন্তু কাবুল বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে এক ঘণ্টা কাবুলের আকাশেই পাক খায় সেই বিমান। তালিবানদের নজর এড়াতে বিমানের ব়্যাডারও বন্ধ করে দিতে বাধ্য হন পাইলট। অবশেষে কাবুল বিমানবন্দরে নামার অনুমতি পায় ওই বিমানটি। বিকালেই সুরক্ষিতভাবে ১২৯ জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে ফেরত আসে ওই বিমান। এরপরই সোমবার ফের একটি এয়ার ইন্ডিয়ার বিমান যাওয়ার কথা থাকলেও সকালেই জানানো হয়, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে বিলকিনের সঙ্গে। বিমানবন্দরের দ্রুত পরিষেবা নিয়েই কথা হয়। মঙ্গলবার খুলে দেওয়া হয় কাবুল বিমানবন্দর। আফগানিস্তানে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ সেল করল ভারতের বিদেশ মন্ত্রক। নির্দিষ্ট মেইল আইডি ও ফোননম্বরও চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর–+৯১৯৭১৭৭৮৫৩৭৯ এবং MEAHHelpdeskindia@gmail.com।