রাজ্য

স্বাধীনতা দিবস পর্যন্ত কলকাতায় উড়ান বাতিল

রাজ্যে সংক্রমণ রুখতে সর্বাধিক করোনা প্রভাবিত দেশের ছ’‌টি শহর থেকে কলকাতায় ঘরোয়া উড়ানে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হল। ৩১ জুলাই থেকে তা ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ছয় শহরের তালিকায় আছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই এবং আহমদাবাদ। এই শহরগুলিতে সর্বাধিক সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর।
জানা গিয়েছে, অতি–সক্রিয় করোনা প্রভাবিত এলাকাগুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ান নিষিদ্ধের মেয়াদ বৃদ্ধির জন্য নবান্ন থেকে সম্প্রতি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছিল। যার প্রেক্ষিতে মন্ত্রক থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। যে সমস্ত দিনে রাজ্যে পূর্ণমাত্রায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেইসব দিনেও উড়ান স্থগিত রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনেও কেন্দ্র সম্মতি দিয়েছে।
উল্লেখ্য, জুন মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পিএস খারোলাকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে গত ৬ জুলাই থেকে মোট ছ’‌টি শহর থেকে কলকাতায় উড়ান আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রথমে ১৯ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা জারি ছিল। পরে তা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। এবার কলকাতা থেকে এই ৬ শহরে উড়ানও বাতিল করেছে অধিকাংশ সংস্থা।
করোনার জেরে বারবার উড়ান বাতিলের সিদ্ধান্তে অখুশি বিমান সংস্থাগুলি। কারণ টিকিট বুকিং করেও তা আবার বাতিল করতে হচ্ছে। ট্রাভেল এজেন্টদের আশঙ্কা, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতেও যেভাবে সংক্রমণের ঘটনা বাড়ছে তাতে এই শহরগুলিও নিষিদ্ধ তালিকায় যুক্ত হলে বিস্মিত হওয়ার কিছু নেই।