Assam police and Indian army jointly conducted a operation and arrested five ULFA militants in Assam.
দেশ

পাঁচ উলফা জঙ্গি ধরা পড়ল

সেনাবাহিনী–অসম পুলিশের হাতে ধরা পড়ল উলফা–আই দলের পাঁচজন জঙ্গি এবং একজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার। ঘটনাটি ঘটেছে অসমের চরাইদেও জেলার সাতিয়াগুড়ি এলাকায়। গ্রেপ্তারির পর সবাইকে প্রথমে স্যানিটাইজ করে তারপর কোভিড–১৯ এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার সকালে বিবৃতি দিয়ে জানিয়েছে অসম পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সাপেখতি থানা এলাকার তৈরৈ গ্রামে ভুবন গগৈ নামে এক ব্যক্তির বাড়িতে এসপি–র নেতৃত্বে রাজ্য পুলিশ এবং সার্কেল অফিসারের নেতৃত্বে ২৪৪ এফডি রেজিমেন্টের সাপেখতি সিওবি–র যৌথবাহিনী অভিযান চালায়। খবর ছিল, পাঁচ সন্দেহভাজন আত্মগোপন করেছে সেখানে। তখন পুরো তৈরৈ গ্রাম ঘিরে ফেলে তল্লাশি চালিয়েছিল বাহিনী।
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অভিযানের সময় জঙ্গিরা সবাই নিরস্ত্র থাকায় সহজেই তাদের পাকড়াও করা গিয়েছে। ধৃতদের নাম আরোহণ অসোম, ময়না, যোগেন গগৈ, ধ্রুব অসোম এবং চিন্ময় অসোম। আইইডি বিশেষজ্ঞ ময়না এবং আরোহণ, দু’‌জনেই উলফ–আই জঙ্গি গোষ্ঠীর ‘‌মোস্ট ওয়ান্টেড’ দুই‌ জঙ্গি। ধৃতদের জেরা করে বৃহস্পতিবার ভোরে ভুবনের বাড়ি থেকে ২০০ মিটার দূরে মাটি খুঁড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন, বিস্ফোরক, বিস্ফোরক তৈরির মশলা, ধারাল অস্ত্র, জঙ্গিদের পোশাক উদ্ধার করেছে বাহিনী।