নববর্ষের প্রথম দিনেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো বাংলাদেশ। বাংলাদেশের বেনাপোল বন্দরে হরিদাসপুর (পেট্রাপোল) সীমান্তের ওপারে আগুনে পুড়ে ভস্মীভূত ব্লিচিং পাউডার বোঝাই পাঁচটি ট্রাক। স্থানীয় মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোরে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। আর তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও চারটি ট্রাকে। অতিরিক্ত গরমের কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
আগুন লাগার পর বন্দরের মধ্যে থাকা আমদানি পণ্যবাহী অনেক ভারতীয় ট্রাকের চালকরা ভয়ে ছুটোছুটি করতে থাকেন। তারপর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত, এর আগেও লিংক রোডে কয়েকটি ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন লেগে পণ্যসহ ট্রাকগুলো ভস্মীভূত হয়েছে। তারপরও বন্দর কর্তৃপক্ষ ব্লিচিং পাউডারের ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। বন্দরের নিরাপত্তারক্ষী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই ৫টি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় কয়েকদিন ধরে দাঁড়িয়ে ছিল। ট্রাকে পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল। কী কারণে ব্লিচিং বোঝাই ট্রাকে এই আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তাও খতিয়ে দেখছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা।