দেশ ব্রেকিং নিউজ

দিল্লিতে গ্রেপ্তার পাঁচ জঙ্গি

ফের রাজধানীতে শুটআউট। সোমবার সকালে দিল্লির শাখারপুরে গুলির লড়াই হয়। সংঘর্ষের শেষে পাঁচ সন্দেহভাজন ‘খলিস্তানি’ জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। এদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৩ জন কাশ্মীরের ও বাকি ২ জন পাঞ্জাবের বাসিন্দা। সন্দেহভাজন এই জঙ্গিদের নাম সাব্বির আহমেদ, আয়ুব পাঠান, রিয়াজ রাথার নামে ৩ কাশ্মীরি এবং গুরজিত্ সিং ও সুখদীপ সিং নামে পাঞ্জাবের ২ বাসিন্দাকে। এদের মাদক পাচারের সঙ্গে যোগ রয়েছে বলে খবর। আর এই কাজে তাদের ইন্ধন দিত পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা চলছে। এই ঘটনার পর দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থাও কড়াকড়ি করা হয়েছে। চলছে তল্লাশি।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসি প্রমোদ সিং বলেন, ‘‌ওই ৫ জনের মধ্যে একজন শৌর্যচক্র বিজেতা বলবিন্দর সিংয়ের খুনের সঙ্গে জড়িত। নভেম্বর মাসের প্রথমেও দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাজধানীর সরাই কালা খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই সন্দেহভাজন জৈশ জঙ্গিকে।’‌