আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হল রাফালের পাঁচটি যুদ্ধবিমান। হরিয়ানার আম্বালা এয়ারবেসে সর্ব ধর্ম পুজোর মধ্যে দিয়ে ধূমধাম করে এই অনুষ্ঠান পালিত হয়। আকাশে হল বায়ুসেনার শক্তি প্রদর্শন। সুখোই–৩০ ও জাগুয়ারের সঙ্গে চলল রাফালের পারফরম্যান্স। সাক্ষী থাকলেন ভারত–ফ্রান্স সরকারের বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন রাফালের বায়ুসেনার অন্তর্ভুক্তির অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকালেই দিল্লি এসে পৌঁছন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লে। আর অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। লাদাখে যখন চরম সমস্যা চলছে তখন এই রাফাল প্রদর্শন নিঃসন্দেহে চিনকে বার্তা ভারতের বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বাড়াবাড়ি করলে চিনকে ভুগতে হবে এটা মুখে না বলে শক্তি–প্রদর্শন করে বলে দেওয়া হল।
রাফালের প্রথম ব্যাচের পাঁচটি ফাইটার জেট ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্তির পর থেকে ১৭ স্কোয়াড্রন, দ্য অ্যারোজ–এ অন্তর্ভুক্ত হল। ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকে ভাদুরিয়া, প্রতিরক্ষা সচিব ড. অজয় কুমার–সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফরাসি প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লেনেন, ফরাসি বায়ুসেনার ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার জেনারেল এরিক অটেলেট।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ৩৬টি রাফাল অর্ডার দেয় ফ্রান্সের থেকে। দাম পড়ে ৫৮ হাজার কোটি টাকা। এই রাফাল ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। তবে সব বিতর্ক পেরিয়ে গত ২৯ জুলাই ফ্রান্স থেকে আসা রাফাল বিমানের প্রথম ব্যাচের পাঁচটি বিমান ভারতের মাটি স্পর্শ করে। সূত্রের খবর, করোনা লকডাউন শেষ হলে দ্বিতীয় ব্যাচে ভারতীয় বায়ুসেনার আরও কয়েকজন পাইলট প্রশিক্ষণ নিতে ফ্রান্সে যাবেন।