উত্তরপ্রদেশের পর এবার পরিযায়ী শ্রমিকরা বলি হল মধ্যপ্রদেশে। পথ দুর্ঘটনায় ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করার কিছুক্ষণের মধ্যেই আরও একটি দুর্ঘটনা ঘটে গেল। মধ্যপ্রদেশে মারা গেলেন পাঁচ পরিযায়ী শ্রমিক। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের সাগর জেলার বন্দাতে। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ফেরার পথে শ্রমিক বোঝাই একটি ট্রাক উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের।
এদিকে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে পর পর পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে জোর চর্চা শুরু হয়েছে। তার মধ্যেই রাজ্যের ঘাড়ে বল ঠেলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। যে পথ ধরে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তা দেখা উচিত রাজ্য সরকারগুলির। তারপরই একের পর এক ঘটনা সমালোচনার মুখে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। কারণ তারা শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন। সেই ট্রেন কোথায় গেল বলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শনিবার সকালে টুইট করে মোদী বলেন, উত্তরপ্রদেশের আউরিয়ায় যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। সরকার উদ্ধারকাজে হাত লাগিয়েছে। দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন।