জেলা

আজ থেকে পাঁচদিন নন্দীগ্রামে মমতা

আজ থেকে ফের নন্দীগ্রামে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন দোল উৎসবে, সভা করবেন বিরুলিয়া বাজারে। আজ বিকেলেই নন্দীগ্রামে পৌঁছতে পারেন মমতা। দাসপুরের সভা থেকে সেই কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। নন্দীগ্রাম এখন নজরকাড়া কেন্দ্র। কারণ এখানে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তাই সেখানে থেকে ভোট করিয়ে আসতে চান তিনি। আর মমতাকে ঠেকাতে ৩০ তারিখ সেখানে পৌঁছতে পারেন অমিত শাহ। মূলত শুভেন্দুকে অক্সিজেন দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এখানে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন মমতাও। তবে মেদিনীপুরে প্রথম দফার ভোট ও নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল তাঁর একটি অডিও টেপ প্রকাশ করার পর সেখানে যাচ্ছেন মমতা। ওই অডিয়ো টেপের সত্যতা যাচাই করেনি নিউজ এক্সপ্রেস ২৪/‌৭।
উল্লেখ্য, গত ১০ মার্চ জনসংযোগের সময়ে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পান মমতা। তারপর পূর্ব মেদিনীপুর গেলেও নন্দীগ্রামে যাননি তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ থেকে নন্দীগ্রামে মিছিল, জনসংযোগ থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মমতা। ভোট পর্যন্ত সেখানেই থাকবেন।