তাসের নেশা সর্বনাশা! এই প্রবাদটি যে কতটা সত্য তা বোঝা গেল খুনের ঘটনার মধ্য দিয়ে। এই তাস খেলাকে কেন্দ্র করে বাগুইআটিতে এক মাছ ব্যবসায়ীকে ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠল। শহরের বুকে এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। মৃতের নাম স্বপন রাজবংশী। খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছোটকাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলা হবে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন স্বপন রাজবংশী। পেশায় মাছ বিক্রেতা। ৫২ বছর বয়সের স্বপন রাজবংশী বাড়ির কাছেই পল্লী উন্নয়ন ক্লাবের সামনে রবিবার সন্ধ্যায় তাস খেলছিলেন। খেলার সময়ই গণ্ডগোল বাধে। বচসা হাতাহাতিতে গড়ায়। হাতাহাতি করতে করতে স্বপনের গলা টিপে ধরে ছোটকা। তার জেরেই দমবন্ধ হয়ে মারা যায় স্বপন। এরা সবাই মদ্যপ ছিল বলেও অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, বচসার সময়ই ছোটকা নামে ওই যুবক স্বপন রাজবংশীকে মারধর করে। তারপর তার গলা টিপে শ্বাসরোধ করে খুন করে। স্বপন রাজবংশীকে দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, স্বপন রাজবংশীর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। খেলার সূত্রে টাকার জন্যই তাকে খুন করেছে অভিযুক্ত। জানা গিয়েছে, মৃতের ছেলেকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।