২০ এপ্রিল ততে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহন। তবে এটি পূর্ণ গ্রহন নয় এটি নিঙ্গালু গ্রহণ যা কী না হাইব্রিড গ্রহন নামে ও পরিচিত।
নিঙ্গালু গ্রহণকে একটি হাইব্রিড সূর্যগ্রহণ বলা হয় কারণ বিশ্বের কিছু অংশে কেবল আংশিক গ্রহন হিসাবেই দেখা যাবে এটি। এই গ্রহনে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় না, পরিবর্তে, এটি সূর্যের উপর একটি আংশিক ছায়া তৈরী করে।
সম্পূর্ণ সূর্যগ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের কিছু অংশ থেকে দেখা যাবে।অস্ট্রেলিয়ার নিঙ্গালু উপকূল থেকে পূর্ণ গ্রাস সূর্যগ্রহন দেখার সম্ভাবনা রয়েছে। তবে ভারত বর্ষের কোনো স্থান থেকেই পূর্ণ কেন আংশিক গ্রহন দেখতে পাবার ও সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের মতে, সম্পূর্ণ গ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের একটি শহরে-এক্সমাউথে দৃশ্যমান হবে।এই গ্রহন প্রায় তিন ঘন্টার জন্য দৃশ্যমান হতে পারে। প্রাক্তন নাসা অ্যাস্ট্রোফিজিসিস্ট এবং গ্রহণ বিশেষজ্ঞ ফ্রেড এসপেনাকের মতে আপনি যদি দক্ষিণ-পূর্ব এশিয়া, ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কিছু অন্যান্য অংশে থাকেন তবে আপনি এই গ্রহন দেখতে পারেন।
প্রসঙ্গত, গ্রহণ সাধারণত জোড়ায় আসে। ২০ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের পরে ৫ মে আংশিক চন্দ্রগ্রহন রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।