দেশ ব্রেকিং নিউজ

সিকিমে মরসুমের প্রথম তুষারপাত

পর্যটকদের মন ভরাল সিকিম। বিশ্ব পর্যটন দিবসেই সিকিমে তুষারপাত। শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় এই তুষারপাত। বরফাচ্ছন্ন উত্তর সিকিমের লাচেন ছাঙ্গু লেক সহ চোপতা ভ্যালি। অল্প সময়ের মধ্যেই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে যায় সিকিমের বিস্তীর্ণ এলাকা। এক আশ্চর্য সন্ধিক্ষণের সাক্ষী অনেকেই। শারদোৎসবের প্রাক্কালে অনন্য ও রোমাঞ্চকর অভিজ্ঞতার ছাপ চোখেমুখে সমস্ত পর্যটকদের।

তবে পর্যটকদের কপালে সামান্য হলেও চিন্তার ভাঁজ। পথঘাট বরফে ঢাকা পড়ে গেলে বেড়ানোর আনন্দ শেষে বাড়িতে ফেরা মুশকিল। অন্যদিকে, একটানা বৃষ্টিতে পাহাড়ের নানা সমস্যা তুঙ্গে। ধস নেমেছে পাহাড়ী রাস্তায়। সিকিম নিকটে প্রতিবেশী দার্জিলিং। মিরিকে বাড়ি ভেঙে পড়েছে। কালিম্পংয়ে বিদ্যুৎ এর খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎহীন বহু এলাকা। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।

শ্বেতিঝোরা এবং বিরিকদাড়াতে সমস্যা চরমে। তিস্তা নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। মহানন্দা নদীতে জল স্ফীতি চিন্তা বাড়াচ্ছে। ফুলবাড়িতে খোলা রাখা হয়েছে লকগেট। সতর্কবার্তা জারি করেছে দার্জিলিং জেলা প্রশাসন। দুধিয়া, পানিঘাটা ও সুখিয়াপোখরিতে টানা বর্ষণে একাধিক জায়গায় ধস নেমেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা সড়কপথেই বিচ্ছিন্ন। বৃষ্টি চলছেই পাহাড় ও সমতলে। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত।