বৃহস্পতিবার গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় এদিন ভোট গ্রহণ হবে ৮৯টি আসনে। প্রথম দফায় ভাগ্য নির্ধারিত হবে ৭৮৮জন প্রার্থীর। দু’দফার নির্বাচনে ৫ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে বাকি আসনগুলিতে। এদিনের ভোটে গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোডিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ভিরামগম থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল।
জাতীয় নির্বাচন কমিশন সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম দফায় ভোটারের সংখ্যা ২ কোটি ৩৯ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। আর দ্বিতীয় দফায় ফের গুজরাটে ভোট হবে ৫ ডিসেম্বর। এদিকে ভোটগ্রহণ পক্রিয়া শুরুর হওয়ার আগেই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, ২৪ এর লোকসভা নির্বাচনের আগে গুজরাটের নির্বাচন স্বাভাবিকভাবেই মোদি-শাহের অগ্নিপরীক্ষা। গুজরাটে বিজেপি টানা ২৭ বছর ক্ষমতায় রয়েছে। এরমধ্যে ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই আট বছরে দল ও সরকারের কাজ বার বার প্রশ্নের মুখে পড়েছে। যদিও, প্রতিবারই পরিস্থিতি সামলে দিয়েছেন মোদি-শাহ। মূলত, বিজেপি-কংগ্রেস দ্বিমুখী লড়াই হলেও এবার ভোট প্রচারে বেশ চমক দেখিয়েছে আম আদমি পার্টিও।
উল্লেখ্য, ২০১৮-র নির্বাচনে ভাল ফল করেছিল কংগ্রেস। মোট ৭৭টি আসনে জিতেছিল তাঁরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল এবারের ভোটে গুজরাটে প্রচার করেননি ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।