রাত পোহালেই শুরু বিধানসভা নির্বাচন বঙ্গে। প্রথম দফার ভোটে জনমত দেবেন রাজ্যের ৩০ কেন্দ্রের ভোটাররা। সকাল থেকেই ৩০ কেন্দ্রে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভোটকর্মীরা নির্দিষ্ট ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে শুরু করেছেন। তার জন্য নিরাপত্তাকর্মীরাও তৎপর হয়ে রয়েছে। প্রথম দফাতেই ভোট রয়েছে জঙ্গলমহলে এবং পূর্ব মেদিনীপুরও।
রাত পোহালেই প্রথম দফার ভোটের লাইনে দাঁড়বে বাংলা। ২৭ মার্চ ৩০ কেন্দ্রে ভোট গ্রহণ। মূলত আদিবাসী অধ্যুষিত এলাকাতেই হবে ভোট গ্রহণ পর্ব। ৩০ কেন্দ্রের মধ্যে রয়েছে অধিকারীদের পূর্ব মেদিনীপুরও। পাঁচ জেলা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে হবে ভোট। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে।
এই প্রথম দফায় ৫ জেলার ৩০টি আসনে রয়েছে—পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেজুরি, রামনগর, এগরা। ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম। বাঁকুড়ার রাইপুর, রানিবাঁধ, ছাতনা, শালতোড়া। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়ারি, খড়গপুর, গড়বেতা, শালবনী, মেদিনীপুর এই কেন্দ্রগুলিতে ভোট হবে ২৭ মার্চ।
এবারের ভোটে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রত্যেক ভোটকর্মীকে স্যানিটাইজার, গ্লাভস দেওয়া হচ্ছে। ইভিএম চেক করে তারপর ভোট কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আগেই ইভিএম নিয়ে ভোটারদের সতর্ক থাকতে বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে মোট ১০২৮৮টি বুথে তাঁদের মোতায়েন করা হবে। এছাড়া ভোট অবাধ ও সুষ্ঠু করতে তিনজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
