শ্রমিক দিবসে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে রাজ্যগুলির দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু সেটা যে বাসে সম্ভব নয়, তা জানিয়ে বিশেষ ট্রেনের ব্যাপারে কেন্দ্রের কাছে আবেদন করেছিল একাধিক রাজ্য। কেন্দ্রও সেই দাবিকে মান্যতা দিচ্ছে বলে খবর।
এই উপলক্ষ্যে শুক্রবারই প্রথম পথে নামল যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন। এটি বিশেষ ট্রেন। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বিশেষ ট্রেন সকালেই রাঁচীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। এভাবেই একের পর এক রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে দেওয়া হবে বলে খবর। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইট করে জানান, বিশেষ ট্রেন চালানোর যে দাবি তাঁরা করেছিলেন কেন্দ্র সেটা মেনে নিয়েছে। ফলে সমস্যা কেটে যাবে।
ওই বিশেষ ট্রেনটিতে ১,২০০ মতো যাত্রী ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিবহণের মাধ্যম শুধুমাত্র বাসই হবে বলে নির্দেশিকায় বলেছিল কেন্দ্র। তবে বাসে তোলার আগে সবার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। শুধুমাত্র উপসর্গহীনদেরই বাসে উঠতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও একাধিক রাজ্য জানিয়ে দেয় এত সংখ্যক মানুষকে ফেরানোর জন্য এত বাসের ব্যবস্থা করা সম্ভব নয়। তখন থেকে কেন্দ্রের ওপরে চাপ বাড়ছিল বিশেষ ট্রেন চালু করার ব্যাপারে।
