কৃষকদের আর্থিক সাহায্য করতে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অষ্টম দফায় দেশের কৃষকদের দু’ হাজার টাকা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ১১টায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থ বন্টন শুরু করেন। এই প্রথম পশ্চিমবঙ্গের কৃষকরাও পিএম কিষান যোজনার টাকা পেলেন। আজ পশ্চিমবঙ্গের প্রায় ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার৷ আর তা নিয়েই কেন্দ্র–রাজ্যের মধ্যে ফের চাপানউতোর শুরু হয়েছে৷
দেশের কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ও কৃষিকাজে সহায়তার লক্ষ্যেই বছরে তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি চার মাস অন্তর দুই হাজার টাকা দেশের ৯.৫ কোটি কৃষককে দেওয়া হয়। এই দফায় প্রধানমন্ত্রী মোট ১৯ হাজার কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন। এখনও পর্যন্ত মোট ১.১৫ লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছেন দেশের কৃষকরা।
রাজ্যের অভিযোগ, কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য কেন্দ্রের পক্ষ থেকে যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ডাকাই হয়নি রাজ্য সরকারকে৷ রাজ্যের উদ্যোগেই বাংলার কৃষকরা টাকা পেলেন বলেও দাবি করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের ট্যুইটে৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের কৃষকরা কিষান সম্মান নিধি প্রকল্পে বকেয়া ১৮ হাজার টাকা একবারে পাবেন৷ এখন সেখানে দেওয়া হচ্ছে মাত্র ২ হাজার টাকা৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের অবশ্য পাল্টা দাবি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ বিজেপির সরকারই যেখানে ক্ষমতায় আসেনি, তখন আর সেই প্রশ্ন ওঠে না৷
আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। গতকাল তিনি টুইট করে জানান, আগামী ১৪ মে সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী পিএম কিষান যোজনার অন্তর্গত অষ্টম দফার আর্থিক সহায়তা দেশের ৯.৫ কোটি কৃষকদের দেবেন। মোট ১৯ হাজার কোটি টাকার অনুদান সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেবেন। প্রধানমন্ত্রী জানান, করোনার কঠিন সময়েও কৃষকরা উৎপাদনের রেকর্ড তৈরি করেছে। নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে এমএসপি মূল্যের ক্রয়েও। ধান ও গমে রেকর্ড ক্রয় হয়েছে।
কিষান নিধি প্রকল্পের টাকা দেওয়া উপলক্ষ্যে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজকেই পশ্চিমবঙ্গের কৃষকরা প্রথমবার এই প্রকল্পের টাকা পাচ্ছেন৷ রাজ্য সরকার যত বেশি নাম আমাদের কাছে পাঠাবেন, বাংলার তত বেশি সংখ্যক কৃষক এই সুবিধে পাবেন৷’ এই অনুষ্ঠানেই রাজ্যকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার দেরিতে সম্মতি দেওয়ার কারণেই রাজ্যের কৃষকরা এতদিন কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য থেকে বঞ্চিত হচ্ছিলেন৷’ রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর ট্যুইট করে বলেছে, ‘মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের দাবি এবং উদ্যোগের ফলেই আজ পশ্চিমবঙ্গের ৭ লক্ষ কৃষক আজ কিষান সম্মান নিধির প্রথম কিস্তির টাকা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পেলেন৷ রাজ্য তাদের কৃষকদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে৷’
প্রধানমন্ত্রী আরও জানান, এই বছর এখনও পর্যন্ত এমএসপি–তে আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি গম কেনা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫৮,০০০ কোটি টাকা গম ক্রয় হয়েছে, এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে। কৃষিকাজে নতুন উদ্ভাবনী শক্তি ও চাষের নতুন নতুন পদ্ধতির উপরও জোর দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
