ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যের দুর্নীতিগ্রস্ত শাসকদল ও সরকারকে উৎখাত করাই প্রথম লক্ষ্য: বিজেপিতে যোগ দিয়েই মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বিজেপির পতাকা হাতে তুলে নিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা ১২.২০ মিনিট নাগাদ রাজ্য বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। সেখানে উলু ও শঙ্খধ্বনী দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতা-কর্মীরা। এরপর বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ এজলাস ছেড়ে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তিনি যোগদান করেন। তাঁর যোগদানের জন্য বিরাট আয়োজন করা হয়েছিল। তাঁকে অভ্যর্থনা জানাতে বাসভবনে যান অগ্নিমিত্রা পাল, সজল ঘোষের মতো বিজেপি নেতারা।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে স্বাগত জানান সুকান্ত ও মঙ্গল পান্ডে। এদিন সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অভিজিৎবাবুর ফোনে কথাও হয়েছে। বিজেপিতে যোগদান করেই এদিন অভিজিৎবাবু বলেন, “রাজ্যের দুর্নীতিগ্রস্ত শাসকদল ও সরকারকে উৎখাত করাই প্রথম লক্ষ্য। আমি দলে একজন সৈনিক হিসাবে কাজ করতে চাই। দল যে দায়িত্ব দেবে তা পালন করব। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে যোগদান।”