আনলক ফোরের প্রথম অধিবেশনে নতুন রূপে হাজির হল সংসদ। সাংসদদের মাঝখানে রয়েছে প্লাস্টিকের শিট। শারীরিক দূরত্ববিধি বজায় রাখার জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থাও। আর করোনা সংক্রমণ মোকাবিলায় সমস্ত সাংসদদের মাল্টি–ইউটিলিটি কোভিড–১৯ কিট দেওয়া হচ্ছে। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এই কিট তৈরি করা হয়েছে।
এদিন অধিবেশন শুরুর প্রথম থেকেই উত্তপ্ত হয়ে উঠল। বিরোধীদের আক্রমণের মূল বিষয়বস্তু প্রশ্নোত্তর পর্ব বাতিল করাকে কেন্দ্র করে। বিপাকে পড়ে বিরোধীদের জবাবও দিতে হয় সরকারকে। সরকারের পক্ষ থেকে বলা হয়, এখানে কেউ পালিয়ে যাচ্ছে না। শান্ত হয়ে বসুন। সোমবার সকাল ৯টায় শুরু হয় লোকসভার অধিবেশন। শেষ হয় দুপুর ১টায়। তার পর বিকেল তিনটে থেকে ৭টা পর্যন্ত চলবে রাজ্যসভার অধিবেশন।
সংসদের এই বাদল অধিবেশনে অন্তত ৬টি অধ্যাদেশ ও ৬টি বিল পাশ করানোর চেষ্টায় শাসকদল। প্রথা ভেঙে বসেই সাংসদরা আলোচনায় অংশগ্রহণ করেছেন। অভ্যাসবশত কোনও সাংসদ উঠে দাঁড়ালে সঙ্গে সঙ্গে অধ্যক্ষ ওম বিড়লার কড়া নির্দেশ, বসে কথা বলুন।
সংসদ অধিবেশনের শুরুতেই সেনাদের পাশে দাঁড়ানোর কথা বলে লাদাখে ভারত আর চিনের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘আশাকরি গোটা সংসদ ঐক্যবদ্ধ হয়ে এই বার্তাই দিক যে গোটা দেশ আমাদের সেনার পাশেই রয়েছে।’