ব্রেকিং নিউজ রাজ্য

Firing Incident: ফের বহুতলে আগুন

হুগলির কোন্নগরে বহুতল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য! আতঙ্কিত এলাকাবাসী। আবারো নাগরিক সুরক্ষা প্রশ্নের মুখে। হুগলির কোন্নগরে পুরনো চলচ্চিত্র সিনেমা হল অঞ্চলে এক বহুতল নির্মাণের ভিতরের একটি দোকানে আজ বৃহস্পতিবার ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিনের এই ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।

জানা যাচ্ছে, এদিন বৃহস্পতিবার স্থানীয় দোকানপাট বন্ধ থাকার কারণে আচমকা অগ্নিকাণ্ডের কারণে প্রথমে বুঝতে না পারায় এই অগ্নিকাণ্ড ভয়াবহতা রূপ নেয়। এই অগ্নিকাণ্ডের কারণে ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলবাহিনীর ইঞ্জিন। তবে বর্তমানে আগুন আয়ত্তে এসেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে বিশেষ কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেনি বলেই দমকল সূত্রে খবর।

উল্লেখ্য, এই বহুতল বাড়িগুলি নির্মাণ করা চলছে কোনরকম অগ্নিনির্বাপক সঠিক ব্যবস্থা ছাড়াই। যেখানে কোনরকম অগ্নিকান্ড ঘটলে সহজে তাকে আয়ত্তে আনার কোন ব্যবস্থা নেই বলে জানা যাচ্ছে। কি করে অগ্নিনির্বাপক সঠিক ব্যবস্থা ছাড়াই এই বহুতল বিল্ডিং গুলি গড়ে উঠছে কোন্নগর পৌরসভার অনুমতিতে সেটাই ভাবার। পৌরসভার বিনা অনুমতিতে কিভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই বহুতল নির্মাণ সম্ভব তা নিয়েই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহলে। আবারো নাগরিক সুরক্ষা উঠেছে প্রশ্নের মুখে। এই বিষয়ে কোন্নগরের পৌর প্রধান স্বপন দাস জানান, বৃহস্পতিবার সব বন্ধ থাকার কারণে এমন ঘটনা ঘটে গেছে সবার অগোচরে। তবে কি দায় এড়াতে এমন মন্তব্য কোন্নগর পৌরপ্রধানের? এমনটাই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।