কলকাতার মেয়র হিসেবে দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন ফিরহাদ হাকিম৷ কলকাতা পুরভবনের লনের উন্মুক্ত মঞ্চেই শপথ নিলেন তিনি৷
কলকাতার ৩৯ তম মেয়র হলেন ফিরহাদ৷ শপথ নেওয়ার পর মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করেন৷ এদিন শপথ নিয়েছেন চেয়ারপার্সন মালা রায়ও৷
এ দিন পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক কুনাল সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন সহ বহু বিশিষ্ট জন৷
এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ডকে মনোনীত করেছেন৷ টিম হিসেবে আমাদের একটাই শপথ থাকবে, মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্ব সেরা শহর হিসেবে গড়ে তোলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা, তা যাতে পূরণ হয়৷’
নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে পরামর্শ দেন, ‘আমরা কেউ প্রশাসনিক বড় পদে নেই৷ আমরা সবাই সেবক৷ প্রধান সেবকের নাম হল ফিরহাদ হাকিম৷ সবাই মিলে কলকাতার মানুষের সেবা করব৷ ভাল কাউন্সিলর হওয়ার একটাই শর্ত, যখন ডাকি তখন পাই৷ এটাই সবার কাছে আমার করজোড়ে প্রার্থনা, মানুষ যেন প্রয়োজনে সবসময় আমাদের পাশে পায়৷ সবাই নিজের ওয়ার্ডের দিকে নজর রাখলে এমনিতেই কলকাতা সেরা শহর হয়ে উঠবে৷’
প্রসঙ্গত, পুরসভার সার্জেন্ট আবদুল হাকিমের ছেলে ফিরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। বন্দরের ল’অফিসার হিসাবে দায়িত্ব নেওয়ার আগে আবদুল হাকিম বেশ কিছুদিন পুরসভার সার্জেন্ট হিসাবে চাকরি করেছিলেন। মেয়র পদে দ্বিতীয় কোনও মনোনয়ন পত্র জমা না পড়ায় সোমবারই শহরের মহানাগরিক নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম।