স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে চিন্তিত মেয়র ফিরহাদ। তাঁর ছোট মেয়ে আফশা হাকিম এই বছর এলএলবি পাস করেছেন। আইনে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য নামজাদা এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন তিনি। সেখানে হোস্টেলে থাকবেন তিনি। সেকথা উল্লেখ করে মেয়র৷
সন্তানসম স্বপ্নদীপের মৃত্যুর শোক চেপে রাখতে পারেনি মন্ত্রী, নেতা এবং বাবা ফিরহাদ হাকিম। তিনি বলেন,”আমিও তো বাবা। যাদবপুরের ওই ঘটনাটা শোনার পর থেকে ভিতরে ভিতরে অস্থির ছিলাম। আমার মেয়েও হোস্টেলে থাকবে। কাল রাত্রিবেলা মেয়েকে বললাম, মা কিছু হলে ছেড়ে আমার কাছে চলে আসবি। কোনওরকম চিন্তা করবি না। যাদবপুরের ঘটনা অত্যন্ত দুঃখের। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে মা-বাবার উচিৎ বাচ্চাদের নিয়ে বসে কাউন্সেলিং করা।”
এদিন ববি আরও জানান, তিনিও এক সময় মানসিক অবসাদের শিকার হয়েছিলেন৷ স্বপ্নদীপের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে মেয়রের গলাতে শোনা গেল হতাশার সুর৷ শুক্রবার মেয়র বলেন, “সামান্য সময়ের জন্য একটা মানসিক হতাশায় মেধাবী ছেলেটি একটা মারাত্মক সিদ্ধান্ত নিল। বেশকিছু সময় এমন সিদ্ধান্তের কথা ভেবেছিলাম আমিও। কিন্তু পরিণত মনের জন্য এই পরিণতি ঠেকাতে পরেছি৷”