রাজ্য

সামাজিক দূরত্বেও সম্প্রীতি দেখালেন ফিরহাদ

কলকাতার মহানাগরিক বলে নিজের জন্য আলাদা কোনও বিলাসবহুল ব্যবস্থা করেননি তিনি। বরং ঘরে বসেই পালন করুন এবারের ঈদ। আর এই ঈদ পালনে তিনি নিজেও বজায় রাখলেন সামাজিক দূরত্ব। রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশির ঈদে অবশ্যই মাথায় রাখতে হবে সুরক্ষার কথা, আর এবার সেই বার্তা দিয়েই ঈদ পালন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে বসেই নমাজ পাঠ করলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর একান্ত আপন কয়েকজন। তবে বজায় রেখেছিলেন যথেষ্ট সামাজিক দূরত্ব। মেনেছেন স্বাস্থ্যবিধি। দূরত্ব বজায় রেখেই নমাজ পাঠ করেছেন তিনি। আর এভাবেই দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এভাবেও যে সম্প্রীতি–আনন্দ বজায় রাখা যায় কলকাতার মেয়র হয়ে তিনি তা করে দেখালেন বলে অনেকে মনে করছেন।
তবে ঈদে নমাজ পাঠের পর তিনি বলেন, ‘‌ঈদেও কাজ হবে, আমি নিজেও পুরসভায় যাব। এবারের খুশির ঈদের আগেই রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে প্রবল ঝঞ্ঝা। আমফানের তাণ্ডবে তছনছ গোটা রাজ্য। সেই পরিস্থিতি মোকাবিলায় এককাট্টা হয়ে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার।’‌ নমাজ পাঠের পর খাওয়াদাওয়া শেষেই তাঁর পরবর্তী গন্তব্য পুরসভার উদ্দেশ্যেই।