ব্রেকিং নিউজ রাজ্য

স্কুলের পরীক্ষা পিছানো নিয়ে ফিরহাদ হাকিমের সাফাই

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জেরে স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে সাফাই দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তার পাল্টা দাবি, গরীব ছাত্রছাত্রীদের হতে একটা ট্যাব এর অনেক মূল্য রয়েছে। বড় লোকের ছেলে মেয়েরা যেভাবে ট্যাব ব্যাবহার করে পড়াশুনা করে। সেই সমান ভাবে আমার পাড়ার বা ক্লাবের ছেলে মেয়েরা ট্যাব ব্যাবহার করতে পারবে। একদিন স্কুল বন্ধ হলে কিছু হয়না। আজকে এমনিতেই অনেক স্কুল বন্ধ রয়েছে নেহরুজির জন্মদিনের উপলক্ষে। আমাদের সময়েও বৃষ্টি হলে স্কুল বন্ধ হয়ে যেতে। এই সব বাহানা ছাড়া আর কিছু নয়।

রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, “আমরা নিশ্চিত ভাবে এটা নিয়ে বসে নেব। কোথায় কি আছে সেটা দেখে মিটিয়ে নেওয়া হবে। তবে বোমা গুলি উদ্ধারের বিষয়ে তারা বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে কমিং অপারেশন চলছে। তাই গুলি অস্ত্র উদ্ধার করা হচ্ছে। রাজ্যের পুলিশই উদ্ধার করছে এইসমস্ত। এতেই বিরোধীদের লাফালাফি করার কোনো প্রয়োজন নেই।”

অখিল গিরি নিয়ে তার প্রতিক্রিয়া, “একটা মানুষ প্রকাশ্যে একটা ভুল কথা বলে ফেলেছে। তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি অনুতপ্ত বলেছেন। এর বেশি একটা মানুষ কি করতে পারে । তাহলে কি তাকে গ্রেফতার করে ফাঁসি দিয়ে দিতে হবে তার পরে তাকে সুলিতে টাঙিয়ে দিতে হবে?” তৃণমূল কংগ্রেসের কখনো রং, বর্ণ সম্প্রদায় নিয়ে রাজনীতি করে না। বিজেপি ভাবছে হইহই করে আদিবাসী ভোট নিয়ে নেবে। সেটা কোনো দিনেই হবে না। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী উন্নয়নের জন্য কাজ করেন।