মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর নদীর তীরে বৃহস্পতিবার বিস্ফোরক এবং এ.কে ৪৭ রাইফেল ও গুলি সমেত একটি নৌকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, ওই নৌকাতে তিনটি এ.কে ৪৭ রাইফেল, বিপুল পরিমাণে বিস্ফোরক ও গুলি ছিল। ঘটনায় রায়গড় জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
সূত্রের খবর, নৌকাটি অস্ট্রেলিয়ায় তৈরি এবং নৌকাতে ছিল ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তি। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেই বিনা পাসপোর্টে ওই সন্দেহভাজনেরা মহারাষ্ট্রে অনুপ্রবেশ করে বলেই অনুমান পুলিশের। রায়গড় জেলার সুপারেনটেনডেন্ট অফ পুলিশ অশোক ধুধে জানিয়েছেন, ”নৌকা থেকে উদ্ধার হয়েছে তিনটি এ.কে ৪৭ এবং বিস্ফোরক সঙ্গে বিপুল সংখ্যক গুলি।”
প্রাথমিকভাবে পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে পুলিশের থেকে তদন্তভার হস্তান্তর করে দেওয়া হয়েছে অ্যান্টি টেরর স্কোয়াডকে। নৌকাটি আদতে স্পিড বোট। সেক্ষেত্রে খতিয়ে দেখার পর জানা গিয়েছে স্পিড বোটটির রেজিস্ট্রেশন করা হয়েছিল ওমানে। মুম্বাই তাজ হোটেলে হামলার পর সমুদ্রে প্রতিনিয়ত বিশেষ নজরদারি চালায় কোস্ট গার্ড। সে ক্ষেত্রে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কিভাবে স্পিড বোটটি অনুপ্রবেশ করল সে বিষয়েও খতিয়ে দেখছে তদন্তকারী অ্যান্টি টেরর স্কোয়াড। কারা কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক , আগ্নেয়াস্ত্র এবং গুলি মহারাষ্ট্রে নিয়ে এল এবং তাদের সঙ্গে জঙ্গিদের কোন যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।