বছরের শেষ দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আলিপুরদুয়ারে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির দগ্ধ দেহ। তবে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
অনুমান করা হচ্ছে, শীতের থেকে বাঁচতে আগুন জ্বালানো হয়েছিল আলিপুরদুয়ারের উড়ালপুলের নিচে। ঘটনাচক্রে ওই আগুন বিরাট আকার নেওয়ায় তাতেই জীবন্ত পুড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। আবার আত্মহত্যার তত্বও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। অগ্নিকাণ্ডের কারন হিসাবে এখনও কিছু জানায়নি দমকলের আধিকারিকরা। তা জানা গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি রহস্যের কিনারা করতে কথা বলা হতে পারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।