অবতরণের সময় বিমানে লাগল আগুন। বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদ থেকে পাকিস্তানের পেশোয়ারগামী সৌদি এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২৭৬ জন যাত্রী ও ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে, পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইনসের ওই ফ্লাইটটি অবতরণের সময় বিমান ট্রাফিক কন্ট্রোলাররা ল্যান্ডিং গিয়ারের বাম দিকে আগুন এবং ধোঁয়া দেখতে পান। তখনই পাইলট এবং উদ্ধারকারী দলকে বিষয়টি অবহিত করেন ট্রাফিক কন্ট্রোলার। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ঘটনায় সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমানটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রসঙ্গত, বিমানটি ছিল সাত বছরের পুরনো এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের।
এদিকে পেশোয়ার বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরটি চালু আছে এবং সব ফ্লাইট তাদের নির্দিষ্ট সময়সূচি মেনেই চলছে।