দেশ ব্রেকিং নিউজ

চলন্ত বাসে আগুন

শুক্রবার ভোরে কর্ণাটকের কালাবুরাগি জেলায় হায়দ্রাবাদগামী একটি স্লিপার বাসে আগুন লাগে। ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে খবর। এছাড়াও ঘটনায় প্রায় ১২ জন যাত্রী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের কালাবুর্গির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, নিহতরা সবাই হায়দ্রাবাদের বাসিন্দা।

বিদার-শ্রীরঙ্গপত্তনা মহাসড়কের কালাবুর্গী জেলার কমলাপুর তালুকের উপকণ্ঠে সকাল সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটে। বাসটি গোয়া থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসটির। আর তারপর বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কবলে পড়ে বাসটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তা থেকে উল্টে যায়।

দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। প্রাইভেট বাসটি গোয়ার বেসরকারি কোম্পানি অরেঞ্জের। সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যাওয়ায় উদ্ধার কাজে হাত লাগাতে পারেন নি স্থানীয়রা। অনেকটা সময় কেটে যাওয়ার পর পুলিশ ও দমকল বিভাগ এসে উদ্ধারকাজে হাত লাগায়।

কালাবুর্গী জেলার পুলিশ সুপার ইশা পান্থ জানান, ‘প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে যে দুর্ঘটনাগ্রস্থ বাসের ভিতরে ৭ থেকে ৮ জন যাত্রী আটকে পড়ায় মৃত্যু হয়েছে তাদের। তবে, এই মুহূর্তে মৃত্যুর সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।’