বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে ডানলপের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশে থাকা একটি বিল্ডিং-এ। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ওই বিল্ডিং-এ কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, হঠাৎই আগুন লাগে ওই বিল্ডিংটিতে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় দমকলে।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে দমকলের সাতটি ইঞ্জিন। স্থানীয়দের দাবি বিল্ডিং-এর তিন তলায় এক আবাসিকের ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তার জন্যই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার জেরে চারজন মানুষ আটকে পড়ে ঐ বিল্ডিং। যদিও তাদের দমকল কর্মীরা উদ্ধার করছে বলে জানিয়েছে স্থানীয়রা। অন্যদিকে এই বিল্ডিং-এ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও রয়েছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় প্রয়োজনে আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।