দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। সেসময় বিয়ে বাড়ির প্রস্তুতিতে সবাই ব্যস্ত। কোথায় ইলেকট্রিক তার কোথায় ইলেকট্রিক মোটর এগুলো দেখার জো নেই। তখনই আচমকা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে প্যান্ডেলে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি।
বাড়ির মালিক কৃষ্ণ বর্মন জানান, বাড়িতে থাকা বিয়ের আসবাব, রান্নার সরঞ্জাম সহ আলমারিতে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা, এছাড়া বাড়ির অন্যান্য আসবাব, বৈদ্যুতিক সরঞ্জাম তো ছিলই। সবই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেল, মেয়ের বাড়ি অক্ষত অবস্থায় রয়েছে। কিন্তু পাশের বাড়িতে চলছিল রান্নাবান্নার কাজ। বাড়িতে সবাই ব্যস্ত। আগুন লাগার পর সেই আগুনের তাপপ্রবাহে মানুষ ছুটে এলেও ভেতরে ঢুকতে পারেনি কেউই, কোন জিনিসপত্র উদ্ধার করতেও পারেনি তারা। ফলে নির্বাধায় সেখানে দেখতে দেখতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
যদিও জানা যায়, আগুন লাগার পর সে আগুন কনের বাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনী এসে সেখানে পৌঁছায় এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।